বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ- বিএনপি তাদের একক দলীয় প্রার্থী চূড়ান্ত করে নির্বচনী মাঠে ভেটের লড়াই করতে দলীয় প্রতিক নিয়ে মনোনয়ন দাখিল করেছেন দুই প্রার্থী। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর সোমবার উজিরপুর পৌসভার নির্বাচনে ১১ হাজার ৯২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে উজিরপুরের নগর পিতা নির্বাচিত করবেন।সরকারী দল আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী।
অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান। ২০১৫সালের ডিসেম্বরে উজিরপুর পৌরসভার প্রথম নির্বাচনে দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে মো: গিয়াসউদ্দিন বেপারী ও বিএনপি’র প্রার্থী মো: শহিদুল ইসলাম খানে’র ধানের শীষ প্রতিকের সাথে ভোট যুদ্বে লড়াই করেছিল।ওই নির্বাচনে প্রায় ৪ হাজার ভেটের ব্যাবধানে জয়ী হয়ে উজিরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন গিয়াসউদ্দিন বেপারী। ২য় বারের মত উজিরপুর পৌরসভা নির্বাচনে তারা সেই পুরানো দু’জনেই গিয়াস উদ্দিন বেপারী ও শহিদ খান ভোটযুদ্বে রয়েছেন।

৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় কোন প্রতিক না থাকার এক ও অভিন্ন লক্ষ নিয়ে ভোটের লড়াইয়ে প্রার্থীরা মাঠে রয়েছে অনেক ওয়ার্ডেই সেই আগের নির্বাচনে প্রতিদন্দিতাকারীরা মুখোমূখি ভোটের লডাইয়ে মাঠে থাকছেন। তবে কাউন্সিলর পদে তরুন প্রার্থীরাই ভরসা তাদের কোন দলীয় প্রতিক না থাকায় তারা নির্বচনী মাঠে নিজেদের মতো করে ভেটারদের মনজয় করতে মাঠে রয়েছেন। ১লা ডিসেম্বর মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে ২৪ জন। সংরক্ষিত (নারী ) কাউন্সিলর পদে ৯ জন প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উজিরপুরের মেয়র পদে ভোটের লড়াইয়ে শেষ পযর্ন্ত নৌকা ও ধানের শীর্ষ প্রতিকের প্রার্থীর মধ্যেই হবে এমন আভাষ ভোটারদের।

উজিরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে ১১ হাজার ৯২৪ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন আগামী ২৮ ডিসেম্বর অনষ্ঠিত হতে যাওয়া ১ম ধাপে উজিরপুর পৌরসভার নির্বাচনে।