উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
হাজার কোটি টাকার ঋন খেলাপীদের গ্রেপ্তার দুরে থাক,তাদের বিরুদ্ধে মামলা হয়না অথচ মাত্র পঁচিশ হাজার টাকা ঋন ফেরত না দেয়ায় পাবনার ১২ জন কৃষককে জেলে পাঠানো হয়ে ছিলো । ২৮ নভেম্বর সোমবার বিকাল ৪টায় বরিশালের উজিরপুরে বি,এন,খান ডিগ্রি কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মীসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন একথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সংকট মোকাবিলায় আমলা নয়। জনগণের উপর নির্ভর করতে হবে।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড টি,এম শাজাহান, মোজাম্মেল হক ফিরোজ, জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা যুব মৈত্রী সভাপতি জাহিদ হোসেন খান ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন কমরেড রফিকুল ইসলাম।
আমলা নয়, জনগণের উপর নির্ভর করার আহবান —মেনন
