আমাদের দেশে ধর্ম নিয়ে কোন বিরোধ নেই। সকলে একত্রে বসবাস করি ও যে যার ধর্ম পালন করি। এখন মন্দিরে একটু পরেই আবার মসজিদে যাবো। একেই বলে সৌহাদ্যপূর্ন বাংলাদেশ। হিন্দু মুসলমান বেীদ্ধ খ্রিষ্টান সকলেই দেশের উন্নয়নে একত্রে কাজ করবো। আমাদের উন্নত দেশের নাগরিক হিসাবেআত্মপ্রকাশ করতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সহজেই আমাদের দেশ এগিয়ে যাবে। মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। পুজায় সকলে স্বাস্থবিধি মেনে উৎসব পালন করলে করোনা থেকে মুক্তি মিলবে। ধর্মীয়ভাবে প্রার্থনা করতে হবে সারা বিশ্বের মানূষ যেন করোনা থেকে মুক্তি পায়। তিনি ২৫ অক্টোবর রোববার বিকেলে উজিরপুর উপজেলার তারাবাড়ী ও কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক এস,এম ইকবাল, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী উজিরপুর বাজার কমিটির সভাপতি সামছুল হক সিকদার, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান প্রমুখ। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসালম বলেন, উজিরপুরের মানূষ একত্রে ধর্মীয় উৎসব পালন করেন যা নজিরবিহীন তিনি মন্দির পরিদর্শন করতে এসে উজিরপুরে দেখেছেন অনেক মুরব্বিরা টুপি মাথায় দিয়ে মন্দিরে এসেছেন যা ধর্ম পালনে এক সৌহাদ্দের দৃষ্টান্ত।