শফিক শাহিন,বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নেই নির্বাচন হাওয়া শুরু হয়েছে।আসন্ন ইউপি নিবার্চনে সদর ইউনিয়ন পরিষদ থেকে নৌকার কান্ডারি হতে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রাজপথের লড়াকু মুজিব সৈনিক যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস।দলের দুঃসময়ের ত্যাগী, পরীক্ষিত ও নিযার্তিত সাবেক এ ছাত্রনেতা নৌকা নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন । শনিবার ১২ ডিসেম্বর দুপুর ১টায় প্রেসক্লাব কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রার্থীতা ঘোষনা করে রাজপথে থেকে উঠে আসা রাজনৈতিক জীবনের তার বিভিন্ন লড়াই সংগ্রাম ও চড়াই-উৎড়াইয়ের বিবরণ তুলে ধরে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন রাজনীতি করতে গিয়ে বহুবার বিএনপি জামায়েতের সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত, জেল, জুলুম ও হুলিয়ার শিকার হয়েছি তবু বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ এক মুহুর্তের জন্যও সরাতে পারেনি এবং আমৃত্যু এ আদর্শকে বুকে ধারণ ও লালন করে তার স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাব। আমি মৃত্যুকে পায়ের বৃত্ত মনে করে হরতাল বিরোধী বিভন্ন মিছিল মিটিং এ জাপিয়ে পরেছি। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে বানারীপাড়া সদর ইউনিয়নকে উন্নত সমৃদ্ধ এক আলোকিত ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে বলেন স্কুল জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে তার হাতে খড়ি। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের নেতৃত্বের অগ্রভাগে থাকায় তাকে বার বার নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানীর শিকার ও কারাবরণ করতে হয়েছে। তার নেতৃত্বে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সুদৃঢ় ও সুসংগঠিত সংগঠনে পরিণত হয়েছিল। তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও প্রজ্ঞার মুল্যায়ন দলের হাইকমান্ড মুল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সারা দেশে উন্নয়ন অবাহ্যত থাকলেও সদর ইউনিয়ন এখনও অবহেলিত দল ও জনগণ সুযোগ দিলে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুবলীগ নেতা আরও বলেন বানারীপাড়া সদর ইউনিয়ন হবে ৮ টি ইউনিয়নের সব চেয়ে মডেল ইউনিয়ন ।