শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭ আওয়ামী লীগ নেতা একাট্টা হয়েছেন। তারা আগামী নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছেন। বর্তমান চেয়ারম্যান আঃ মন্নান মৃধা বাদে তাদের মধ্য থেকে যাকেই দল মনোনয়ন দেবে তার পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দপ্তর
সম্পাদক প্রভাষক মোঃ আশরাফুল হাসান সুমনের কাছে আসন্ন সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ ৭ আওয়ামী লীগ নেতা ২০ জানুয়ারী বুধবার বিকাল ৪ টায় আবেদন ফরম জমা দেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী এ ৭ প্রার্থী হলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মৃধা, সাবেক কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা ও আওয়ামী লীগ নেতা মোঃ বজলুর রহমান,মোঃ নুর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান মামুন, মোঃ মিজানুর রহমান মিঠু ও মোঃ আসরাফ আলী। এসময় তাদের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দকাঠী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সদস্য মোঃ আলী আকবর, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেনু মেম্বর, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন বড়াল,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নান্নু হাওলাদার,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন হাওলাদার,সহ-সভাপতি আশ্রাব আলী ও মাসুদ হাওলাদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সামাদ মোল্লা, সাধারন সম্পাদক সোহরাব মোল্লা,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সামসুল হক,সাধারন সম্পাদক মোঃ ইসহাক, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির বেপারী প্রমুখ।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭ আ’লীগ নেতা একাট্টা
