কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্য দিয়ে নির্মাণ করা হয়েছে ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক।
সারা বছর চলাচল উপযোগী হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘অলওয়েদার সড়ক’।
দীর্ঘদিন ধরে নিজ জেলায় এমন একটি সড়কের স্বপ্ন দেখে আসছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপতির স্বপ্নের এ সড়ক উদ্বোধন করতে যাচ্ছেন।
আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন হলেই যান চলাচল শুরু হবে। এরই মধ্যে সড়কটি উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
নির্মিত সড়কটি এরই মধ্যে পরিচিতি পেয়েছে ‘হাওরের বিস্ময়’ হিসেবে।
সড়কটি নির্মিত হওয়ায় অনুন্নত হাওর এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৬ সালের ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ৮৭৪.০৮ কোটি টাকা ব্যয়ে ২৮.৭৭০ কিলোমিটার হার্ডসোল্ডারসহ ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৫৯০.৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার নির্মাণ, ১৯০.০০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ২৬৯.৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ ও ৭.৬০ লাখ বর্গমিটার সিসি ব্লক দ্বারা স্লোপ প্রটেকশন কাজ সম্পন্ন হয়েছে