সাম্প্রতিক কিছু উপনির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় পৌরসভা নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি।

প্রথম দফায় বরিশালসহ ২৪টি পৌরসভায় যে ৩১৯টি কেন্দ্রে ভোট চলছে, তার সিংহভাগ কেন্দ্রেই সকাল থেকে ভোটারের লাইন দেখা গেছে। ঢাকার বাইরে তীব্র শীতেও দলে দলে কেন্দ্রে এসেছে মানুষ।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ‘সারা দেশ থেকে আসা তথ্য অনুযায়ী ভোট খুব ভালো হচ্ছে। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিবেশ ভালো আছে। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির তথ্য এসেছে আমাদের কাছে। ভোট শেষ হলে বলতে পারব কত শতাংশ পড়েছে। তবে আমাদের ধারণা ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়বে।