উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আদালতের নিষেধজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ন জমিতে বাড়ী নির্মান করছে এক প্রভাবশালী। নির্মান কাজে বাধাঁ দেয়ায় বাদীর স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানী ঘটায় । আদালতের মামলা সূত্রে জানা যায়, শিকারপুর ইউনিয়নের বাসিন্দা জাসিম হাওলাদারের সাথে স্থানীয় প্রভাবশালী সোহরাব হোসেন মীরা, সোহেল মীরা গংদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জমিতে সোহেল মীরা বাড়ী র্নিমানের কাজ শুরু করলে জসিম হাওলাদার বাদী হয়ে আদালতে নিষেধজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং: ৮৮/২০২০। এরধারাবাহিকতায় বিজ্ঞ আদালত ১৩ জানুয়ারী পর্যন্ত ওই জমিতে সকল ধরনের উন্নয়নমূলক নির্মানাধীন কাজ করার নিষেধজ্ঞা জারী করে একটি নোটিশ জারী করেন। বুধবার ১৬ ডিসেম্বর সকালে বিবাদী সোহেল মীরা তাদের লোকজন নিয়ে বাড়ী কাজ করতে গেলে বাদী জসিম ও তার স্ত্রী রীনা খানম(৩৫) আদালতের নিষেধজ্ঞা নোটিশ দেখিয়ে কাজে বাধাঁ প্রদান করে। এসময় বিবাদী সোহেল রাড়ী, জামাল গংরা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানী ঘটায় । এব্যাপারে জসিম জানান, স্থানীয় বাসিন্দা তুহিন হাওলাদারের কাছ থেকে সাড়ে ৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন বসবাস করে আসছি। সন্ত্রাসী ভূমিদস্যু সোহেল মীরা ও জামাল তাদের লোকজন নিয়ে আমার ওই জমিতে ঘর নির্মান করাতে গেলে আমি ও আমার স্ত্রী বাধাঁ দিয়েছি এবং আদালতের নিষেধজ্ঞা আছে বলে তাদেরকে নোটিশ টি দেখায় এসময় উক্ত সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও আমার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়। আদলতের সেরাস্তা আনোয়ার জানান, আদালতের নির্দেশ মোতাবেক নিষেধজ্ঞার নোটিশ নিয়ে বিবাদীর কাছে গেলে তারা নোটিশ না রেখে আমাকে চলে যেতে বলেন। পরবর্তীতে আমি উজিরপুর মডেল থানায় গিয়ে নিষেধজ্ঞার নোটিশ দিয়ে আসি। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে বাদী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিবাদী সোহেল উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
উজিরপুরে আদালতের নিষেধজ্ঞা উপেক্ষা করে বাড়ী র্নিমান বাদীর স্ত্রীকে মারধরের অভিযোগ।
