বিপ্লব চন্দ্র হাজারী, উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তিচুক্তির প্রণেতা, সাবেক চীপ হুইপ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক (মন্ত্রী) ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত এবং কেক কেটে দিবসটির উদ্্যাপন করেন নেতৃবৃন্দ। ১০ ডিসেম্বর বৃহস্পত্তিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগ নেত্রী রেখা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান নয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্মআহবায়ক শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা পরিমল কুমার বাই অনু, শঙ্কর কুমার মজুমদার, রইসুল ইসলাম রিয়ন, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, হরেন রায়, খায়রুল বাশার লিটন, আঃ রহিম মাষ্টার, কুদ্দুস ফকির, শাহে আলম সিকদার, কামাল হোসেন, আনোয়ার হোসেন বালী, মহিলা নেত্রী বিউটি খানম, এ্যাড: মোর্শেদা খানম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।
উজিরপুরে আবুল হাসানাত আবদুল্লাহর ৭৬তম জন্মদিন পালিত
