উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নিখিল চক্রবর্তীর ভাই টুনু চক্রবর্তী(৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৬ শে জুন শনিবার সকাল ১০ টায় উজিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। স্থানীয় সূত্রে জানাযায়, টুনু চক্রবর্তীর সাথে হারতা জামবাড়ি গ্রামের মৃত শিবু ভাংরার মেয়ে মিতু ভাংরা নামে এক গৃহবধূর সাথে পরকিয়া প্রেম চলে আসছিল। মিতুর দ্বিতীয় স্বামী সাথে ডিভোর্স নিয়ে আদালতে মামলা চলমান থাকায় গৃহবধূ মিতু আলাদা বাসা নিয়ে বাবার বাড়ীর পাশে স্থানীয় কালাম সরদারের বাড়ীতে ভাড়া থাকে। শনিবার ভোর রাতে ওই গৃহবধূর বাড়ীর পাশে জামবাড়ীর একটি শাখা রাস্তা থেকে মুখে বিষপান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ডাঃ নগেন্দ্রনাথ হালদারের চেম্বারে নিয়ে গেলে তাকে ওই পল্লী চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিকা মিতু ভাংরাকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। এসময় স্থানীয় বাসিন্দারা টুনু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোঃ জাফরুল্লাহ জানান, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে আসলে বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।