উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে হাত-পা বাধাঁ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী শেখ বাড়ির পাশে একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় ১ জুন বেলা সাড়ে ১১টায় অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। উজিরপুর মডেল থানার এ.এস.আই মোঃ জুয়েল হোসেন অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই যুবক শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের ইউনুস বয়াতির ছেলে ইজিবাক চালক মোঃ সাইফুল ইসলাম(২৫)।
উজিরপুরে ইজিবাইক চলককে ডোবা থেকে উদ্ধার
