উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে নিঃসন্তান বিধবা এক নারীর শেষ সম্বল ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম বামরাইল গ্রামে মৃত বাদল শরীফের স্ত্রী মোসাঃ রুমা বেগম(৪২) এর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি একই গ্রামের মৃত স্বপন শরীফের স্ত্রী ফজিলা বেগম(৪০) ও তার মেয়ে সুইটি আক্তার(২২) মিলে লোকজন নিয়ে ৫ জুলাই সকাল সাড়ে ৭টায় বসতবাড়ির জমি জোর পূর্বক দখল করতে যায়। এতে বাধা দিলে রুমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রুমা বেগম উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ঘটনার দিন অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা জানান, উভয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারি হয়েছে এবং পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই প্রভাবশালী হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত ওই বিধবা নারী।
উজিরপুরে এক বিধবা নারীর ভিটেমাটি দখলের পায়তারা
