উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষদের মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদ সদস্য মোঃ শাহে আলম।
১১ জুলাই রবিবার সকাল ১০ টায় পৌরসভা থেকে শুরু করে পর্যায়ক্রমে শিকারপুর, গুঠিয়া, বড়াকোঠা ও ওটরা ইউনিয়নে গিয়ে ৩ হাজার ১ শত ৭০ জনে মধ্যে ত্রান বিতরন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রর্বতী, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আর্শাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, গুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম, ও শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উজিরপুর উপজেলার ৫ ইউনিয়নে ৭১০ জন করে ও পৌরসভায় ৩৩০জন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর এ বিশেষ উপহার খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বাকি ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে ত্রান দেয়া হবে।

প্রতিটি প্যাকেটে ৫কেজি চাল, ১ লিটার তৈল, আটা ১ কেজি, আলু ২কেজি, লবন ১ কেজি, ডাল ১ কেজি করে দেয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা।

ত্রান নিতে আসা ছালেহা বেগম, সেতারা বেগমসহ অনেকে জানান, করোনায় মোগ ইনকাম নাই বললেই চলে। মাইয়া পোলা লইয়া খাওয়ন লইয়া অনেক টেনশনে আছালাম। তবে যে ত্রান দেছে এতে ২/৩ দিন যাইবে আনে কোন মতে। এই রহম যদি করোনায় লকডাউন চলাকালীন দেয় তাইলে কোন রহম জীবনডারে বাঁচাইতে পারমু।

এছাড়াও ‘৩৩৩’ তে কল করলে দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও ইউএনও প্রনতী বিশ্বাস জানান।