উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুরে করোনায় প্রান হারিয়েছে এক যুবক ৩০ জুন বিকাল ৪ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু বরন করে। জানা গেছে, উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাহার গ্রামে এসহাক সরদারের বড় পুত্র জলিল সরদার (৪০) ফরিদপুরে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতো। সেখান থেকে জ্বর নিয়ে ২৬শে জুন নিজ বাড়ীতে আসে। ওইদিনই উজিরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিলে ২৭ শে জুন করোনা পজিটিভ রিপোর্ট আসে। প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে সেখানে করোনা ইউনিটের আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় জলিল সরদার মৃত্যু বরন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, বিষয়টি শুনেছি। উপজেলায় করোনায় লাশ দাফনের একটি টিমকে দাফনের কাজে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে নিয়ে ওই বাড়ী লোকডাউন করে দেয়া হয়েছে। লোকডাউন থাকাকালীন ওই বাড়ীর লোকজনদের সার্বিক সকল সহযোগিতা করবে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।