বিপ্লব চন্দ্র হাজারী, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রধান আলোচক নিরাপদ খাদ্য দপ্তরের জেলা কর্মকর্তা আবু নছের মোহাম্মদ সফিউল্লাহ। বক্তৃতা করেন উপজেলা স্যানিটারী ইনসপেক্টর নুরুল আলম বক্তিয়ারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক, আলহাজ্ব বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন, শিক্ষা অফিসার তাছলিমা বেগম প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, ইউপি চেয়ারম্যান হরেন রায়সহ উপজেলার বিভিন্ন হোটেল রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্যের উপরে নিরাপদ খাদ্যের উপরে ভিডিও চিত্র প্রদর্শন করেন।
উজিরপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
