উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে উপজেলা জাতীয় পার্টি সর্মাথন জানিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টায় মহিলা কলেজ সভাকক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার, যুগ্ম সম্পাদক আবুল বাসার বাদশা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন হাওলাদার, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ভুইয়া সহ জাতীয় পার্টি ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ মহাজোট সরকারের প্রধান শরিকদল হিসেবে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীর পক্ষে প্রচার প্রচারনা সহ সকল কাজে সহযোগীতার আশ্বাস প্রদান করেন
উজিরপুরে নৌকার প্রার্থীকে জাতীয় পার্টির সমার্থন
