বরিশালের উজিরপুরে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির উদ্যোগে প্রমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে) এর এক সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলার সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও উগ্র সহিংসতা শিকার ব্যক্তির আইনগত অধিকার সহায়তা দেয়ার বিষয় নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। সেমিনারে পিপিজে জেলা প্রকল্প সমন্বয়কারী আবুল মুনসুর আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিআরডিপির চেয়ারম্যান কামাল হোসেন সবুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ডাঃ লায়লা পারবীন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার , উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস উল আজাদ, মহিলা নেত্রী বিউটি বেগম, উপজেলা পিপিজে ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি প্রমুখ।
উজিরপুরে পিপিজের সেমিনার অনুষ্ঠিত
