উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলা সাতলা ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। রোববার বিকালে মুষলধরে বৃষ্টি ও ঝড় হওয়ার সময় বজ্রপাতে সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের মাতাবদী বালী বাড়ীর ইউনুস বালীর ছেলে নান্টু বালী(৩০) মারা যায়। এসময় একই বাড়ীর সুমন বালী(২৬) গুরুত্বর আহত হয়েছে। বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নান্টু বালীকে নিহত ঘোষনা করেন এবং সুমন বালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করে। সাতলার ইউপি চেয়ারম্যান লিটন জানান, বৃষ্টির সময় নান্টু ও সুমন নিজ ঘরের সামনে বসে ফোন চালাছিলো। এসময় বজ্রপাতে নান্টু নিহত হয় আর সুমন গুরুত্বর আহত হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।