উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসা ও তাদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মিঠু মধু, সুপারভাইজার সঞ্জয় কর। এসময় ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন প্রতিবন্ধি অংশগ্রহন করেন।
উজিরপুরে বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কর্মশালা
