উজিরপুর ( বরিশাল) প্রতিনিধি :: বরিশালের উজিরপুর উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও উজিরপুর
বাজারের প্রবীন ব্যাবসায়ী আ: হক বালী ঢাকায় একটি হাসপাাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…….রাজিউন)। শনিবার সকাল ১০ টার দিকে উজিরপুর পৌর এলাকায় বালী বাড়ি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা বিএনপির সভাপতি আ: মাজেদ তালুকদার মান্নান মাষ্টার সাধারন সম্পাদক হুমায়ন খান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্তিতি ছিলেন। জানাযা শেষে তাদের বালী বাড়ী পারিবারিক গোরোস্থানে দাফন করা হয়। উজিরপুরের বিএনপির নেতা হক বালীর মূত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মীর্জ ফখরুল ইসলাম আলমগীর, সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । উল্লেখ্য দীর্ঘ দিন ধরে নানা রোগে আক্রন্ত হয়ে ২৩ অক্টোবর শুক্রবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃৃৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুনাহগারী রেখেগেছেন।৷
উজিরপুরে বিএনপি নেতা আ: হক বালীর ইন্তেকাল
