উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরের পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনী তাফসিল ঘোষনার পর ৬ নং ওয়ার্ডে আ: হাকিম সিকদার ও ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা রিপন মোল্লার বিপরীতে অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় বা জমা দেয়নি । তারা একক প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
১১ ডিসেম্বর বরিশাল জেলা আঞ্চলিক নির্বাচন অফিসে প্রতিক বরাদ্দের সময় তাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষনা করেন জেলা রির্টানিং অফিসার নুরুল আলম। আ: হাকিম সিকদার ৮নং শিকারপুর- উজিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসাবে দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। উজিরপুর পৌরসভায় রুপান্তরিত হবার পর তিনি নির্বাচনে অংশ নেয়নি এবছরের নির্বাচনে তিনি প্রার্থী হলে ওই ওয়ার্ডের কাউন্সিলর বাবুল সিকদার সহ সকল প্রার্থীরা হাকিম সিকদারের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের নির্বাচন থেকে বিরত রাখায় তিনি(হাকিম সিকদার) বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।
যুবলীগ নেতা মো: রিপন মোল্লা। তিনি উজিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।
তার ওয়ার্ডে গত নির্বাচনে প্রতিদন্দিতাকারী প্রার্থী মো: স্বপন হাওলাদার রিপনের সাথে এসে তার
মনোনয়নপত্র দাখিল করে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়ে রিপন মোল্লার সাথে হাত মিলিয়ে ৭নং ওয়ার্ডের জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। সেকারনে রিপন মোল্লা বিনাপ্রতিদন্দিতায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। প্রথম পৌর নির্বাচনে রিপন মোল্লা বিপুল ভোটে ৭নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। পরে সে উজিরপুর পৌর সভার দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ওই ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড করে বেশ প্রসংশিত হয়েছেন। রিপন মোল্লা গুঠিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লার পুত্র। সে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উজিরপুরে বিনা প্রতিদন্দিতায় দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচিত
