বিপ্লব চন্দ্র হাজারী, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম ফকির (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ জানুয়ারী বুধবার রাত ১২টায় নীজবাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নাল্লিহি……….রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৮ জানুয়ারী দুপুর ২টায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন হারতা ক্যাম্প ইনচার্জসহ একদল চৌকস পুলিশ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেনসহ একাধিক মুক্তিযোদ্ধা,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। যোহরবাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
