উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পিরেরপাড় গ্রামে ভুয়া পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নিখিল সরকার(৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিখিল সরকার পিরেরপাড় গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে। নিখিলের স্ত্রী উর্মিলা সরকার অভিযোগ করে বলেন, তার স্বামী প্রতিদিনের মত সন্ধ্যা ৬ টার দিকে ঘরে আসলে কিছু সময় পরে তার শরীরে এলার্জি দেখা দেয়। লোকনাথ বাজারের পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরিকে খবর দিলে, সে এসে তাকে এক সাথে ৪ টি ইনজেকশন দেয় এবং সাথে সাথে তার স্বামীর মৃত্যু হয়। এটা দেখে ডাক্তার তার সাথে আনা ব্যাগ গুছিয়ে পালিয়ে যায়। নিহতের বাড়ির একাধিক ব্যক্তি জানান, ডাক্তারের পিছনে পিছনে ছুটে অনেকবার ডাকার পরেও ডাক্তার কোন কথা না শুনে চলে যান। এ বিষয়ে পল্লী চিকিৎসক বাসুদেবের সাথে যোগাযোগ করতে গেলে তার চেম্বার ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় লোকনাথ বাজারের কথিত চিকিৎসক বাসুদেব মুহুরির ভুল চিকিৎসায় নিখিলের মৃত্যু হয়। এছাড়াও ওই ডাক্তার কিছুদিন আগেও তার ভুল চিকিৎসার জন্য একটি বাচ্চা মেয়ের মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে ওই কথিত ডাক্তারের হাত থেকে জনগনকে রক্ষা করা হোক। যাতে এভাবে আর কোন মায়ের কোল এভাবে খালি না হয়। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শওকত আলী জানান, বাসুদেব নামে কোন রেজিস্ট্রার ভুক্ত কোন ডাক্তার নাই। তাছাড়া সে কোন চিকিৎসা দেয়ার এখতিয়ার নাই। তদন্ত করে প্রমান পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এঘটনায় সত্যতা স্বীকার করে ইউপি সদস্য উপেন বিশ্বাস বলেন, আসলে বিষয়টি খুবই দুঃখ জনক। এই ঘটনায় এলাকাবাসী খুব ক্ষিপ্ত রয়েছে । বাসুদেবকে পেলে এরা যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছি। তাই বিষয়টি গুরুত্বের সহিত প্রশাসন দেখলে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, অপচিকিৎসা যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে l
উজিরপুরে ভুয়া পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় এক যুবকের মৃত্যু।
