উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: করোনা রোধে মাক্স ব্যবহার না করায় বরিশাল জেলার উজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকতা প্রনতি বিশ্ব^াস। ৬ ডিসেম্বর রোববার সকালে উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর, ইচলাদী বাজার ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে মাক্স ব্যাবহার না করার অপরাধে ভ্রম্যমান আদালত বসিয়ে এ অর্থ দন্ড আদায় করেন। এসময় বামরাইলের ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদারকে ৫শত টাকা, বরাকোঠার ইউপি সদেস্য মো: ইয়াসিনকে ১ হাজার টাকা, সহ বিভিন্ন অংকে মোট ১২ জনকে ৪ হাজার ৯শত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানান, করোনা মোকাবেলায় সাধারন মানুষকে সচেতন করতে সকলের মাঝে বিনামূল্যে মাস্কও বিতারন এবং মাস্ক না পড়ায়ও ১২জনকে জরিমানা করা হয়েছে ।
উজিরপুরে মাস্ক না পড়ায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে জরিমানা
