উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সাবেক মন্ত্রী কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যাল্যয়ে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ। সভা শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, শাহানা আব্দুল্লাহ সহ ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত এবং দক্ষিণ অঞ্চলের আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর সুস্থতার সহিত দীর্ঘায়্যু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। এসম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।