উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হালদার, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, সরোয়ার হোসেন, প্রমুখ। সভা শেষে শেখ কামালসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছ।
উজিরপুরে শহীদ শেখ কামালের জন্মদিন পালিত
