উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হালদার, ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, সরোয়ার হোসেন, প্রমুখ। সভা শেষে শেখ কামালসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছ।