বরিশালের উজিরপুরে পার্বত্য শান্তিচুক্তি নিরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ১নং সদস্য সাবেক চীফ হুইপ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পিতা বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মঙ্গলবার ০৬ অক্টোবর বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভবনে দোয়া মোনাজাত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, হরেন রায় প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাতে আবুল হাসানাত আবদুল্লাহর আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার র্দীঘ আয়ু ও সুস্থতা কামনা এবং সদ্য প্রয়াত বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহানআরা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডের সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।