উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা র‍্যাপিড টেস্টে ১২ জনের ভিতর ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা সিরাজ উদ্দিন বলেন, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন করোনা র্্যাপিড টেস্ট করান। এরভিতর ৪ জনের করোনা পজিটিভ হয়েছে। পাশ্ববর্তী উপজেলায় গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৪ জন করোনা র্্যাপিড টেস্ট করালে ৪ জনেরই পজিটিভ আসে এবং বরিশাল শেবাচিম হাসপাতালে উজিরপুরের বাসিন্দা ১জন টেস্ট করালে তারও করোনা পজিটিভ আসে। এ নিয়ে উজিরপুর উপজেলায় সর্বমোট ৩১৫ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৪৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জনই বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। তারা প্রত্যেকেই জ্বর, কাশি নিয়ে পরীক্ষা করান।