উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ১ম ধাপে আসন্ন পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থীদের নাম ঘোষনা করেছে বরিশাল জেলা আওয়ামীলীগ। ১০ ই মার্চ বুধবার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহব্বায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র সংসদ ভবনে তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১ম ধাপে উজিরপুরে আসন্ন ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। সাতলায় নৌকার একক প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহীন হাওলাদার, জল্লায় বর্তমান চেয়ারম্যান নিহত নান্টুর স্ত্রী বেবি রানী দাস, ওটরায় সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেক রাঢ়ী, বড়াকোঠায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড: শহিদুল ইসলাম মৃধা, শোলকে ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি ডা: হালিম সরদার। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।