উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের হয়েছে । মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মৃত সোহরাব হোসেন হাওলাদারের ছেলে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন হাওলাদার(২০) একই বাড়ীর দিন মজুরের ৭ বছরের শিশু কণ্যাকে গত শনিবার বেলা ১১ টায় চকলেট কিনতে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই বাড়ীর এনছের আহম্মেদ এর পরিত্যক্ত ঘর সংলগ্ন বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় পাশের বাড়ীর শহিদুল হক সিজান নামের আরেক শিশু ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে শিশুর মাকে বিষয়টি জানায়। এরপর তার মা’সহ পরিবারের লোকজন মিলে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে। লম্পটের পরিবারের কাছে বিচার দেয়। তাতে কর্ণপাত না করে উল্টো বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয় ওই পরিবার।
কোন উপায়ন্তু না পেয়ে শিশুর মাতা রবিবার উজিরপুর মডেল থানায় সাব্বির হোসেনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩।
শিশুর মা জানান, আমার মেয়ের সাথে যে খারাপ ঘটনা ঘটাইছে তা মেনে নেয়ার মতো না। এরপরও সাব্বিরের পরিবারের লোকজনকে বললে তারা উল্টো আমাকে ধমকি দেয়। তাই থানায় এসে মামলা করছি।
ঘটনার পর থেকে লম্পট সাব্বির বাড়ী ছেড়ে পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার এস.আই কমল জানান মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন শিশুর পরিবার ও এলাকাবাসী।