উজিরপুর পৌরসভার জননন্দিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা মো: গিয়াস উদ্দিন বেপারীকে নিয়ে একটি অনলাইন নিউজ পোটাল মিথ্যা অপপ্রচার করায় উজিরপুর জুড়ে নিন্দার ঝড় বইছে। আসান্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল তাকে সামাজিক ও দলীয় ভাবে বির্তকিত করার অপচেষ্ঠার হাতিয়ার হিসাবে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। উজিরপুর উপজেলা আওয়ামী লীগ শেকের মাস আগষ্টে নানা কর্মসুচি পালন করার পর ব্যানারটি দলীয় কার্যলয়ে সংরক্ষিত রাখেন। তার একমাস পর ১৫ সেপ্টেম্বর মেয়র গিয়াসউদ্দিন বেপারীর জন্মদিন হওয়ায় দলীয় ছাত্রলীগের নেতাকর্মিরা নিজেদের অর্থে একটি কেক ক্রয় করে তার বাড়ির সামনে হাজিড় হন। দলীয় কার্যলয় ও মেয়র গিয়াসউদ্দিনের বাসভবন পাশাপাশি হওয়ার কারনে দলের সভাপতি এস এস জামাল হোসেন ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু যুবলীগের নেতা আজিজ সিকদার সহ দলের নেতাকর্মীদের অনুরোধে দলীয় কার্যলয়ে গিয়ে মেয়র গিয়াসউদ্দিন কেক কাটেন। ওই সমায়ের ছবিটিকে ব্যাবহার করে ১৫ নভেম্বর বরিশাল থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টলে সংবাদ প্রকাশ করে মেয়র গিয়াসউদ্দিনকে বির্তকিত করার চেষ্টা চালায়। মেয়র গিয়াউদ্দিনের বিরুদ্বে মিথ্যাচার ও অপপ্রচারের ঘটনায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন সাংবাদিকদের বলেন, জন্মদিন পালন করা হয় ১৫ সেপ্টেম্বর শোক দিবসের ব্যানার অফিসে রক্ষিত ছিলো এতে অন্যায়ের কিছু ঘটেনি।
উজিরপুর পৌরসভার মেয়র গিয়াসকে নিয়ে অপপ্রচার করায় নিন্দার ঝড়
