বিপ্লব হাজারী, উজিরপুর থেকে ঃ উজিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ খবির উদ্দিন হাওলাদারকে নিয়ে ভাবতে শুরু করেছে এলাকাবাসী। তিনি পরমানন্দসাহা গ্রামের সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে। ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতিতে ছিলেন বলিষ্ট নেতৃত্বে। বিএন খান ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও শিকারপুর-উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। শিক্ষানুরাগী হিসেবে তিনি শেরে বাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। গরিব দুখী, অসহায় মানুষের পাশে থেকে সুখ, দুঃখ ভাগাভাগি করে নিচ্ছেন তিনি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে অসহায় মানুষের পাশে দাড়াতে সাধারণ ভোটাররা তাকে কাউন্সিলর হিসেবে পেতে চায়। এব্যাপারে মোঃ খবির উদ্দিন হাওলাদার জানান এলাকার উন্নয়নের স্বার্থে, গরীব অসহায় দুঃখি মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকতে চাই। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে সমাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে কারপন্য করবো না।