উজিরপুর প্রতিনিধি: ঢাকায় দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের বর্বর নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতার করায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ১০টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মহসিন মিঞা লিটন, হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, নাসির উদ্দিন বালী, খবির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন, যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, কল্যান কুমার চন্দ, মোঃ রফিকুল ইসলাম, ভবতোষ চক্রবর্তী, কাওছার হোসেন, সাংবাদিক বি.এম রবিউল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের হাতে বর্বর নির্যাতনের শিকার হন এবং উল্টো মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে।
এ ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি ও ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
