সিলেট প্রতিবেদক:

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার রাত পৌ‌নে ১২টার দি‌কে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সি‌লেট জেলা গো‌য়েন্দা পু‌লিশ ও কানাইঘাট থানা পুলি‌শের ‌যৌথ অ‌ভিযা‌নে তা‌কে গ্রেপ্তার করা হয়। কানাইঘাট থানার ও‌সি শামসু‌দ্দোহা এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এমসি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজ কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামের সালিক আহমদের ছে‌লে।