উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ চলতি সপ্তাহে আসন্ন উজিরপুর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনাকে সামনে রেখে মেয়র প্রার্থীদের সাথে সাথে কাউন্সিলর প্রার্থীর ছুটছে ভোটরাদের কাছে দোয়া নিতে। ইতিমধ্যে ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তরুন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা শিপন খান ওই ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামে বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে মানুষের কাছে দোয়া চেয়ে গণসংযোগ শুরু করছেন। ১৪ নভেম্বর বিকাল থেকে শতাধিক লোকজন নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে মানুষের দাড়ে দাড়ে গিয়ে দোয়া চেয়েছেন। জানান দিচ্ছে কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে লড়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি(শিপন)। জি,এম খান শিপন জানান, সকলের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের সেবা করার জন্য কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হবো। ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় একাধিক প্রার্থী জানান জি,এম খান শিপন মহামারি করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সহযোগীতা করেছেন। তার মতো একজন সৎ, আদর্শবান, পর-উপকারী একজন মানুষ কাউন্সিলর নির্বাচিত হলে এলাকাবাসীর কিছুটা হলেও দু:খ লাগব হবে। এছাড়াও বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে তার সাহায্য সহযোগীতার হাত প্রসারিত ছিল।
কাউন্সিলর প্রার্থীতা জানান দিতে ভোটারদের কাছে শিপন খান
