কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা প্রতিনধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর ভরাডুবি হয়েছে। জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। এর আগে একই উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর ভরাডুবি হয়। স্থানীয় সরকার পরিষদের ওই নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হন। দেশের দক্ষিনাঞ্চলে বর্তমান সরকারের পায়রা সমুদ্র বন্দর, একাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটি, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন সহ বিশেষ শিল্প অঞ্চল’র মত শত শত কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের পরও উন্নয়ন ও গনতন্ত্রের প্রতীক নৌকা’রঅনাকাঙ্খিত পরাজয় দেখে বিস্মিত দেশের মানুষ।

এদিকে কুয়াকাটা পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফল জানার পর একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা যায়, কুয়াকাটায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের পরও আওয়ামীলীগের এ ভরাডুবির পেছনে দলীয় অভ্যন্তরীন কোন্দল, দলের তৃনমূলে কালো টাকা ছড়িয়ে একই নেতাকে বারংবার প্রার্থী তালিকায় নাম উত্তোলন করে কেন্দ্রে প্রেরন, মাই ম্যানদের নিয়ে মূল দল ও সহযোগী সংগঠনের কমিটি গঠন, দলের ত্যাগী, পরীক্ষীত নেতা-কর্মীদের অমূল্যায়ন, দলের অভ্যন্তরে পরিবারতন্ত্র গঠন সহ জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারী সেবা সুবিধা নিয়ে কেলেংকারী এবং পছন্দের ঠিকাদারদের দিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় মানুষ ইভিএম পদ্ধতিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে তাদের ’না’ সূচক জবাব ভোটের মাধ্যমে জানিয়েছেন ভোটাররা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসলেও দলের মনোনয়ন বোর্ড তৃনমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দেয়ায় নৌকা’র এ ভরাডুবি হয়েছে। স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে দেশের দক্ষিনাঞ্চলের পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ফলাফল, মহিপুর ইউপি নির্বাচন ও কুয়াকাটা পৌরসভার নির্বাচনের ফলাফল এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আগামী দিনে দলের প্রার্থী নির্বাচনে ভুল হলে ভোটাররা এভাবেই তাদের মতামত জানিয়ে দেবে।

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টাপর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে সাধারন ভোটাররা প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। নির্বাচনে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

বেসরকারী প্রাপ্ত ফলাফলে জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার ৩৩২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আ: বারেক মোল্লা’র প্রাপ্ত ভোট ২৭৯২। ধানের শীষ ও হাতপাখা প্রতীকে ভোটারদের মাঝে তেমন কোন সাড়া মেলেনি।

এ ছাড়া ১নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান শরীফ, ২নং ওয়ার্ডে মো. তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. মনির শরীফ, ৪নং ওয়ার্ডে মো. ফজলুল হক খান, ৫নং ওয়ার্ডে মো. আবুল হোসেন ফরাজী, ৬নং ওয়ার্ডে মো. মজিবুর রহমান, ৭নং ওয়ার্ডে শহীদ দেওয়ান, ৮নং ওয়ার্ডে আশরাফ আলী সিকদার এবং ৯নং ওয়ার্ডে মো. ছাবের হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১,২,৩নং ওয়ার্ডে ময়না বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে তাছলিমা বেগম এবং ৭,৮,৯নং ওয়ার্ডে হাসনে আরা বেগম সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।