গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হামিদুল শরীফকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় হামিদুলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ইউপি সদস্যের বুকে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
