উজিরপুর(বরিশাল) প্রতিনিধি ঃ দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনার কথা তুলে ধরে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে ৩তলা বিশিষ্ট নবনির্মিত বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রস্হ, মুজিব কিল্লা ২১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশটা একটা বদ্বীপ। ভৌগলিক অবস্থানের কারণে এখানে প্রাকতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। আর তাছাড়া বাংলাদেশে মাঝে মাঝেই মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে। সবই মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আরও এগিয়ে যাবো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রের সুবিধাভোগী শারীরিক প্রতিবন্ধী ¯œাতক বর্ষের শিক্ষার্থী ফাতেমা খানমের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন। রামেরকাঠী টেকনিক্যাল বি.এম এন্ড কমার্স কলেজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, উজিরপুর-বানারীপাড়া আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, হিজলা-মেহেন্দীগঞ্জ আসনের সংসদ সদস্য পংকোজ দেবনাথ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক মূখ্য সচিব আব্দুস সোবাহান সিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার আবুজাফর মোঃ রহমত উল্লাহ, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক. ইউপি চেয়ারম্যান রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কিছু সময়ের জন্য সিপিপি শিল্পগোষ্ঠীর মনোমুদ্ধকর গান উপভোগ করেন।