শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের মৃত মোঃ মোবারক আলী হাওলাদারের ছেলে মোঃ জাকির হোসেন হাওলাদার (৩৮) কে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ৩৩ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ মোক্তার হোসেন। ওইদিনই এস আই মোক্তার বাদী হয়ে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে আসামী জাকিরকে বরিশাল আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান মাদকের বিষয়ে কাউকে চুল পরিমান ছাড় দেয়া হবেনা, সে যেই জোক না কেন। যে সুপারিশ করবে মাদকের ব্যপারে তাকে থানার কালো তালিকা ভুক্ত করা হবে।
চাখারে ৩৩ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
