শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মিলন । ওয়াহিদুজ্জামান মিলন চাখার ইউনিয়নের জনপ্রিয় সফল সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম গণি মোক্তার সাহেব এর সুযোগ্য সন্তান। দীর্ঘদিন পর্যন্ত তার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন।
মিলন ও তার পরিবার বিএনপি-জামায়াতের হামলা,মামলা ও নির্যাতন সহ্য করেছে বহুবার। এখনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা চাখার ইউনিয়নকে আওয়ামী লীগের শক্ত ঘাটিতে রূপান্তর করতে সকল নেতা ও কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে চাখারের নৌকার কান্ডারি মনোনীত করবেন।
২০ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪ টায় তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দপ্তর সম্পাদক অধ্যাপক আশ্রাফুল হাসান সুমনের কাছে তার মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান প্রার্থী মিলন বলেন আমাকে দল মুল্যায়ন করে দলীয় প্রতীক নৌকা দিলে আমি চাখার বাসীর সুখে-দুঃখে গরিব মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাবো।রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা,ইয়াতিখানা সহ সকল উন্নয়নমুলক কাজ করে চাখার ইউনিয়নকে আলোকিত ইউনিয়নে পরিণত করবো। অসহায় মানুষের পাশে দাড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। আমার বাবা মরহুম গণি মোক্তার চাখার ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন আমি বাবার পথেই হাটতে চাই নিজের যোগ্যতা দিয়ে।
চাখার ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলনের মনোনয়ন ফরম জমা
