নাজমুল হক মুন্না :: জাকের পার্টির নেতাকর্মীদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডাঃ সায়েম আমীর ফয়সাল। গতকাল তার ভ্যারিফাইড ফেইসবুকে পেইজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ আহব্বান জানান। ষ্টাট্যাস তুলে ধরা হলো” শুভেচ্ছা সকলকে।বিরাজমান বাস্তবতায় করোনা মহামারীর ব্যাপকতা ও সংকট নিয়ে নতুন করে বলার অবকাশ নেই।
করোনা সতর্কতা বা মুকাবেলায় মাস্ক পরিধানের পাশাপাশি করোনা টিকা বা ভ্যাকসিন নেয়া এখন অত্যাবশ্যক। তাই সরকার বিধিবদ্ধ বয়সসীমা অনুযায়ী যারা টিকা নেয়ার আওতায় পড়েন, বর্তমানে ২৫ বছর বা তার উর্ধে, জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতা কর্মীদের করোনা টিকা বা ভ্যাকসিন নেয়ার আহ্বান জানাচ্ছি। অতি দ্রুত আপনারা রেজিস্ট্রেশন করুন। ঈমান মজবুত রাখবেন, তবে রশি ছাড়া যাবে না।
আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘহায়াত কামনা করছি। আমাদের কে কবুল করেন। আমিন।
জাকের পার্টির নেতাকর্মীদের ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে- – ড. সায়েম আমীর ফয়সাল
