ঢাকায় এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের ১০/১২ জন বন্ধু মিলে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে । ০৭ মে বিকালে ধানমন্ডিতে পথচারী রোজাদার ও অসহায় ৫শত মানুষের মাঝে এই ইফতারি বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসএসসি-১১ এবং এইচএসসি-১৩ ব্যাচের শান্ত, শোয়েব, রাজু, নবীন, বাপ্পি, সৃজন, মারুফ, শুভ, রাকিব, রমিজ, আসিকসহ গ্রুপের এডমিন, মডারেট সহ অনেক সদস্যরা।
ঢাকায় এসএসসি-১১ ও এইচএসসি-১৩ ব্যাচের ইফতার বিতরন
