বেনাপোল (যশোর): বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত বন্ধের নিষেধাজ্ঞায় ভারতে আটকে পড়া ৪৪ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা দেশে ফেরেন।
এসময় বাংলাদেশে আটকে পড়া ১৪ জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীও ভারতে যান।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে দূরন্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকার করোনা সংক্রমণ রোধে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করায় সেখানে আটকে পড়েন কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী। সে সব আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফেরত আসতে হলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতিপত্র নিতে হবে। এছাড়া ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের
করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেয় বাংলাদেশ সরকার। সেই মোতাবেক সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি যাত্রী দেশে ফিরেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশনা জারি করা হয়। ভারতীয় যাত্রীরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে অনুমতি নিয়ে ১৪ জন নিজ দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মো. আজিম উদ্দিন দূরন্ত নিউজকে বলেন, যারা ভারতে আটকে পড়েছে শুধু তারাই কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে অনুমতি নিয়ে দেশে ফিরছেন।
এছাড়া সে সব পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বেনাপোলের কয়েকটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে তিনি জানান।
দেশে ফিরলেন নিষেধাজ্ঞায় ভারতে আটকে পড়া ৪৪ যাত্রী
