উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ শওকত আলী রাজিব করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে গত ২০ জুন রবিবার করোনা পরিক্ষার জন্য তিনি স্যাম্পল দেন। ২২ জুন মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্ট আসে করোনা পজিটিভ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডাঃ শওকত আলী ও তার স্ত্রী নাদিয়া পারভীন করোনা মহামারির শুরু থেকে বিরতিহীনভাবে করোনার রোগীসহ সকল রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। ডাঃ শওকত করোনার দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার প্রায় দুই থেকে তিন মাস পর করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে ডাঃ শওকত আলী নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। তবে পরিবারের কোন সদস্য করোনায় আক্রান্ত হয়নি বলেও জানিয়েছেন তার স্ত্রী ডাঃ নাদিয়া পারভীন। তার স্ত্রী ডাঃ নাদিয়া পারভীন সকলের কাছে তার স্বামী ডাঃ শওকত আলীর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।