শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি:
আসন্ন ১৪ ফেব্রুয়ারি বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীলের নৌকা মার্কার সমর্থনে পৌর ছাত্রলীগের উদ্যোগে ৪ শতাধিক ছাত্রলীগের নেতা কর্মিদের নিয়ে বিশাল এক মিছিল ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টার উঠান বৈঠনে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা মোঃ আতিক হাসান,মোঃ সাকিল আহমেদ,মোঃ রুবেল বেপারী,মোঃ পারভেজ,মোঃ আব্দুল্লাহ আল জিলান, আন নাফি রমিম,মোঃ নাজমুল,মোঃ নাঈম, মোঃ নিশা,মোঃ সুপ্পি মোঃ তামবি,মোঃরিংকু,মোঃ রমিম, মোঃ রিয়াদ, মোঃ শাওন, মোঃ জিসান, মোঃ মুমিন, মোঃ মিঠু,মোঃ সুমন, মোঃ অনিক, মোঃ সাকিব, মোঃ সুজন,মোঃ ইমন,মোঃ সাব্বির, মোঃ শুভ, মোঃ বাপ্পী, মোঃ নিরব, মোঃ ফয়সাল,মোঃ ফাহিম, মোঃ নবীন, রমজান, মোঃ জহিরুল মোঃ তরিকুল,মোঃ সফিক মোঃ রমিম,মোঃসুমন মোঃ রুবায়েত, মোঃ সজল,মোঃ জসিম, মো তুহিন,মোঃ রাসেল মোঃ সাকিব,মোঃ সুজন, মোঃ সুমন, মোঃ তানিম,মোঃ মানিক,মোঃ লোকমান, মোঃ মাসুদ,মোঃ মোঃ পিয়াল,মোঃ মিথুন,মোঃ জাহিদ,মোঃ সোহাগ,প্রমুখ।
উল্লেখ্য বানারীপাড়া পৌর ছাত্রলীগের নেতা কর্মিরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ যোদ্ধা হিসেবে নিজেদের নিয়োজিত রাখেন সব সময়।দলীয় সমস্ত কার্যক্রমে ছাত্রলীগের ভুমিকা সব সময় চোখে পড়ার মত।
এ বিষয়ে ছাত্রলীগের নেতা কর্মিরা বলেন আমরা দলীয় সব কর্মকান্ডে নিজেদের জড়িত রাখি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বানারীপাড়া পৌর ছাত্রলীগ সব সময় মাঠে আছে থাকবে।
নৌকার উঠান বৈঠকে বানারীপাড়া পৌর ছাত্রলীগের শোডাউন
