শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বানারীপাড়া পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীলের নৌকা মার্কার সমর্থনে দিনভর গণসংযোগ করেন। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পৌরশহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতা কর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন মুলক দিক তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। তারা বলেন বাংলাদেশে এ যাবত যত উন্নয়ন হয়েছে তার অধিকাংশ আওয়ামী লীগের আমলে হয়েছে। এদেশ বিশ্বের বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকার বারবার দরকার।তারই ধারাবাহিকতায় বানারীপাড়া পৌরসভা নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী সুভাষ চন্দ্র শীলকে নৌকা দিয়ে পৌরসভার ব্যাপক উন্নয়নের পথ আরো কয়েক ধাপ এগিয়ে গেছে। পরে ওইদিন সন্ধ্যায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেন পৌর নির্বাচনে দলের সাথে যারা বেঈমানি করবে যাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।আপনাদের কাছে আমার অনুরোধ যারা দলের নিয়মকানুন না মেনে উল্টা পথে চলে তাদের তালিকা করেন দল ব্যবস্থা নিবে।দলের সাথে বেঈমানি মানে জাতির সাথে বেঈমানি করা। এডভোকেট সুভাষ চন্দ্র শীল একজন দক্ষ সংগঠক তাকে নমিনেশন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভুমিকা রাখুন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে বলেন শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করতে পারে তার বড় প্রমান স্বপ্নের পদ্মা সেতু এরকম হাজারও উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার তাই সম্মানিত ভোটাদের বলছি নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মাল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের এমপি শাহে আলম,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল,শেরে-বাংলার দৌহিত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা প্রমুখ।
নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন আফজাল-সুজিত
