ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছিল আগে। দ্বিতীয় টেস্টের দল দেয়া হয়নি। অবশেষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন, আজ স্কোয়াড ঘোষণা করা হলো। প্রথম টেস্টের স্কোয়াডে যারা ছিলেন, তাদেরকেই বহাল রাখা হয়েছে। কোনো পরিবর্তন আনা হয়নি।

আজ দুপুরের পরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম।