উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: প্রেম যে কি মধুর ! প্রেম মানে না জাতপাত। এমনই ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলায় । স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার পৌরসভার ১ নং ওর্য়াডে দক্ষিন মাদার্সী গ্রামের মুসলিম ধর্মলম্বী বাবুল হাওলাদারের ছেলে এইচ এস সি শিক্ষার্থী স্বপন হাওলাদারের সাথে এক এলাকার হিন্দু ধর্মলম্বী এক দিন মজুরের কণ্যা এইচ এস সি ১ম বর্ষের শিক্ষার্থীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। প্রেমিক স্বপন ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষন করে ৫ মাসের অন্ত:স্বত্তা করেছে প্রেমিকাকে । প্রেমিকা কলেজ শিক্ষার্থী শারীরীকভাবে অসুস্থ হয়ে পরলে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে সব কিছু জানান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে হিন্দু ও মুসলিম ধর্মলম্বীদের ভিতর উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি মিমাংসার জন্য এক প্রভাবশালী জোর চেষ্টা চালাচ্ছে। প্রেমিক যুগল উভয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা দু’জন দুজনকে অনেক ভালোবাসি । ধর্ম ত্যাগ করে হলেও আমরা দু’জন একসাথে থাকতে চাই।
এ ব্যাপারে ১নং ওয়ার্ডের কাউন্সিলর অসিম ঘরামী জানান, লোকমুখে ঘটনাটি শুনেছি তবে কেউ আমার কাছে কোন অভিযোগ নিয়ে আসেনি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান জানান, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তবে ভুক্তোভোগীরা থানায় আসলে সাথে তাদের আইনের সহায়তা দেয়া হবে।
প্রেম যে কি মধুর! প্রেমিকের ধর্ষনে প্রেমিকা অন্ত:স্বত্তা
