উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বরিশাল জেলার উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয় থেকে উপজেলা আওয়ামলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, ভাইস চেয়ারম্যান অর্পূব কুমার বাইন রন্টু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রিয়ন, শ্রমিকলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান নয়ন, ছাত্রলীগ সভাপতি অসিম ঘরামী, সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক সহ হাজার হাজার নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে অরাজকতা তৈরি করছে। এদের উদ্দেশ্য একটি। ৭১ সালেও তারা এ দেশকে অস্বীকার করেছিল। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নাম করে অশান্তি তৈরি করলে এক চুলও ছাড় দেওয়া হবে না কাউকে। দ্রুত এই দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবী জানান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উজিরপুরে বিক্ষোভ মিছিল
