বরিশাল নগরীতে প্রচণ্ড গরমে ছটফট করতে করতে রাজা মিয়া (৬৭) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শহরের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের (সদর রোড) ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। রিকশাচালক রাজা বরিশালের মথুরানাথ স্কুল সংলগ্ন বুলবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজা মিয়া রিকশা নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে কাপুনি দিয়ে মাটিতে পড়ে যান। তাঁকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেওয়ার চেষ্টা চালানো হয়। পরে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশালে তীব্র গরমে হিটস্ট্রোক করে রিকশাচালকের মৃত্যু
